বৃষ্টির বাজনা

26

মজনু মিয়া

টিনের চালে বাজনা বাজায়
বৃষ্টি ফোঁটা যায় নেচে যায়
রিমিঝিম রিমিঝিম তালে,
এমন দৃশ্য চোখে পড়ে
বৃষ্টি বাদল কালে।

জলের উপর পড়ে ফোঁটা
বৃষ্টি পড়ে গাছের বোটা
ঝুম তালে হয় বৃষ্টি,
অপরূপ সেই জলের ছবি
রোমান্সের হয় সৃষ্টি।

বৃষ্টি পড়ে ছাতা মাথায়
বৃষ্টি ঝরে খালি মাথায়
টুপটাপ শব্দ করে,
চারিদিকে আষাঢ়ের জল
ডুবা নালা ভরে।