সিলেট বিভাগীয় গীতিকার সংসদের নবগঠিত কমিটির অভিষেক

43

বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট বিভাগে যুগে যুগে জন্ম নিয়েছে শত শত মরমী কবি-সাহিত্যিক, শিল্পী ও গীতিকার, এদের অনেকেই জীবদ্দশায় নিজের সু-খ্যাতির স্বীকৃতি পেয়েছেন, তাদের মধ্যে বাউল শাহ আব্দুল করীম অন্যতম। শাহ আব্দুল করীমের স্বপ্ন বিজড়িত সংগঠন “সিলেট বিভাগীয় গীতিকার সংসদ” বেশ কয়েক বছর ধরে সিলেট বিভাগের মফস্বল অঞ্চল থেকে শুরু করে শহরের আধুনিকতায় বেড়ে উঠা প্রতিভাবান গীতিকারদের সমন্বয় ঘটানোর পাশাপাশি প্রতিভার সঠিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী দিনের কর্মসূচী পেশ ও পুনর্গঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩ায় নগরীর তালতলাস্থ হোটেল গ্রীণ গার্ডেনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য শাহ সৈয়দ এস.এইচ আফরাজ কবরী, এস.এম শরীয়ত উল্লাহ, গজনেফর আলী, মাসুক আলী চৌধুরী, শিবলী সাদিক। কার্যকরী কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল মুছব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ হিরন মিয়া, সহ-সভাপতি আহমেদ শামছুদ্দিন কুটি, মিছবাহ উদ্দিন ও আলাউদ্দিন হোসেন শাহ, সাধারণ সম্পাদক নিবারণ চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ কালাম, কোষাধ্যক্ষ শাহ মোঃ আরশ আলী, দপ্তর সম্পাদক শিশু সেলিম, সহ-দপ্তর সম্পাদক জুবেদ আহমেদ (রং তুলি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওলিউর রহমান ছপু, সাহিত্য সম্পাদক কাইয়ুম ভান্ডারী, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম জুনেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল আই রাসেল, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.আর মুরাদ, আন্তর্জাতিক সম্পাদক দবিরুজ্জামান দিপু, সহ-আন্তর্জাতিক সম্পাদক জয়নাল আবেদিন পলাশ, কার্যকরী সদস্য মোঃ শাহাবুদ্দিন তালুকদার ও জেবলুল হক। সংগঠনের কার্যকরী পরিষদের পরবর্তী সভার দিন ও তারিখ পরে জানানো হবে। বিজ্ঞপ্তি