করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে ড. নূরুজ্জামান ॥ দেশের উন্নয়নে দরকার সম্মিলিত প্রচেষ্টা

47

pic-vatজাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সভাপতি ড. এ.কে.এম নূরুজ্জামান বলেছেন, দেশের উন্নয়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করতে হবে। আমাদের উপার্জিত অর্থ থেকে সঠিকভাবে কর দিয়ে দেশ ও জাতির অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে পারি। এজন্য দরকার আমাদের সম্মিলিত প্রচেষ্টা। সিলেটের ব্যবসায়ীরা বরাবরই কর প্রদানে আগ্রহী। তাদের আগ্রহ দেখে আমাদের মনে আরো উৎসাহ জাগে। আর সিলেট অঞ্চলে প্রতি বছরই বড় অংকের রাজস্ব আসে। গতকাল মঙ্গলবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ করদাতা উদ্ভুদ্ধকরণ বিষয় সেমিনারে প্রধান অতথিরি বক্তব্যে তিনি একথা বলেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে নগরীর উপশহরস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আবগারী ও ভ্যাট বিভাগ সিলেট সহকারী কমিশনার শাহীনুর কবীর পাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদ ও সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মামুন কিবরিয়া। সহকারী রাজস্ব কর্মকর্তা বিপুল কুমার সরকার, তাসফিয়া সিরাত ও মার্জিয়া খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন তুহিন আহমদ। বিজ্ঞপ্তি