কানাইঘাটে রাস্তাঘাটের বেহাল দশা

63

BenQ Corporationকানাইঘাট থেকে সংবাদদাতা :
বছরের প্রথম দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন কানাইঘাটের অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জন দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের প্রায় ১৭ কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি ও পিচ উঠে যাওয়ার কারণে গত দু’দিনের সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমার কারণে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জনসাধারণ, শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র/ছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে কানাইঘাট-দরবস্ত ও গাজী বোরহান উদ্দিন সড়কের কানাইঘাট বাজার থেকে গাছবাড়ী পর্যন্ত রাস্তার সংস্কার কাজ না হওয়ায় পুরো রাস্তা জুড়ে শত শত গর্ত এবং পিচ উঠে যাওয়ার কারনে এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় এ দু’টি সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী ও হালকা যানবাহন চলাচল করছে। এমনিতেই প্রতিদিন সড়ক দুর্ঘটনার মতো ঘটনাই লেগেই আছে। তারপর বর্ষা শুরুর পূর্বেই গত দু’দিনের হালকা বৃষ্টিপাতের কারনে রাস্তা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সামনের দিনে জরুরী ভিত্তিতে এ দু’টি সড়কের সংস্কারের কাজ না হলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন। এছাড়া উপজেলার অধিকাংশ পাকা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কারণে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে পৌর শহরের প্রাণকেন্দ্র কানাইঘাট বাজার থেকে উপজেলা পরিষদ, কানাইঘাট থানার পিছনের অংশের প্রায় দেড় কিলোমিটার সড়কে ভাঙা অংশে বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে। সড়কের দু’পাশে অরক্ষিত ভাবে পরিকল্পনা ছাড়াই ছোট  বড় অসংখ্য ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার কারনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন উক্ত রাস্তা দিয়ে যাতায়াতকারী প্রশাসন থেকে শুরু করে পৌর শহরে আসা প্রতিদিন হাজার হাজার মানুষ। জরুরী ভিত্তিতে জন দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।