এলাকাবাসীর মানববন্ধন ॥ শিল্পপতি সাকেরকে হত্যা গুমের হুমকিদাতাদের গ্রেফতার দাবি

53

arambag alakabasi manobvodon photo 27-03-15 (1)(1)সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী আতা উল্লাহ সাকেরকে সন্ত্রাসী কর্তৃক হত্যা ও গুম করার হুমকির প্রতিবাদে ফুঁেস উঠেছেন তার নিজ এলাকা বৃহত্তর আরামবাগ এলাকাবাসী। তারা গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর বালুচরস্থ আরামবাগ পয়েন্টে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ উদ্বেগজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতা ইয়াসিন ওসমান ও তার সহযোগীদের গ্রেফতার দাবী করেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের আল্টিমেটামও দেওয়া হয়। বালুচর ও আরামবাগ এলাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষ করে বিপুল সংখ্যক মুসল্লীসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন আরামবাগ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি এডভোকেট ফয়জুল হক মিলন। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম এজাজ, আরামবাগ জামে মসজিদের মোতাওয়াল্লী সুফি উদ্দিন আহমদ, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাওছার আহমদ, মনির উদ্দিন চৌধুরী, এডভোকেট হোসেন আহমদ, সিরাজ উদ্দিন চৌধুরী, জামাল আহমদ, শিক্ষক করম আলী, তাজুল ইসলাম, টুনু মিয়া, আমির হোসেন ঠিকাদার, কামাল আহমদ, শাহীন আহমদ, শামীম আহমদ, মুহিন আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আতা উল্লাহ সাকেরকে হত্যা ও গুম করার হুমকি দেওয়াটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তিনি একজন সৎ ও আদর্শবান সফল ব্যবসায়ী এবং শিল্পপতি। এলাকার উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। বক্তারা হুমকি দাতা ইয়াসিন ওসমান ও তার দোসরদেরকে অবিলম্বে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি