কানাইঘাটে দ্বিতল পাকা ভবনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত ॥ বন্দী অবস্থায় গৃহবধূকে শিশু সন্তান সহ উদ্ধার

47

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট বাজার সংলগ্ন ডালাইচর গ্রামের পশ্চিম পাশে অবস্থিত আবাসিক এলাকায় একটি দ্বিতল পাকা ঘরে গতকাল সোমবার আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাজ উদ্দিনের মালিকানাধীন বিদ্যুৎ বিহীন পাকা ঘরের দ্বিতলার দু’টি কক্ষে মজুদকৃত লেপ তুষক তৈরির তুলা থেকে গতকাল সোমবার বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের সময় ভবনের নিচতলার একটি কক্ষ থেকে প্রায় ১ বছর ধরে বন্দী থাকা অবস্থায় খাদিজা বেগম নামে এক গৃহবধূকে তার ৪ মাসের শিশু সন্তানসহ দরজা ভেঙ্গে উপস্থিত লোকজন উদ্ধার করেন। স্থানীয় জনতা ও কানাইঘাট থানা পুলিশের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা করার পরও ব্যর্থ হওয়ায় সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ৩ ঘন্টা পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে দ্বিতলা পাকা ঘরের আসবাবপত্র ও মজুদকৃত লেপ তুষক ও তুলা ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। এদিকে অগ্নিকান্ডের সময় পাকা ঘরের নিচ তলার একটি বিদ্যুৎ বিহীন অন্ধকার কক্ষ থেকে বাহিরের দরজায় তালাবদ্ধ অবস্থায় পৌরসভার শিবনগর গ্রামের আতাউর রহমানের পুত্র কানাইঘাট বাজারের আলী আকবর এন্টারপ্রাইজের ব্যবসায়ী আব্দুল জলিল (৪২) এর স্ত্রী উপজেলার কায়স্থ গ্রামের ফয়জুর রহমানের মেয়ে খাদিজা বেগম (২২) কে তার ৪ মাসের শিশু সন্তান তানভির আহমদকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অগ্নিকান্ডের তাপে খাদিজা সহ তার শিশু বাচ্চাটি অসুস্থ হয়ে পড়লেও রহস্য জনক কারনে কথিত স্বামী আব্দুল জলিল তার স্ত্রীর কোন খোঁজখবর এ রিপোর্ট লেখা পর্যন্ত নেয় নি। খাদিজা বেগম কে তার স্বামী আব্দুল জলিলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে আমি কিছুই বলতে পারব না। বললে স্বামী মেরে ফেলবে। স্থানীয় একটি পরিবারের লোকজন জানান এক বছর ধরে খাদিজাকে তার স্বামী ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ঘরের ভিতরে তালা মেরে রাখে, এভাবে তার দিন কাটছে। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছেন। বন্দি অবস্থায় উদ্ধারকৃত তরুণী খাদিজা বেগম ও তার শিশু সন্তানকে চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।