সরকার শত্রুদের সাথে কোন আপোষ করবে না —–প্রতিমন্ত্রী এমএ মান্নান

30

potoজগন্নাথপুর থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিগত দুই মাস ধরে বিরোধীদল দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করছে। যদিও দেশের জনগণ এসব হরতাল-অবরোধ মানছেন না। তবুও অত্যন্ত সাবধানে তাদের সাথে মোকাবেলা করতে হবে। তিনি বিরোধী দলকে শত্র“ আখ্যায়িত করে বলেন, এসব শত্র“দের সাথে সরকার কোন আপোষ করবে না। প্রয়োজনে রাজাকার-আল বদরদের মতো এসব বোমাবাজদের বিচার দেশের মাটিতেই হবে। তিনি দেশ রক্ষায় সরকারের সাথে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
গতকাল শনিবার জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ১৫ তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। ট্রাষ্টের সভাপতি সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা আনহার মিয়া মেম্বার প্রমুখ। সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, দৈনিক ভোরের কাগজ-এবি নিউজ প্রতিনিধি রিয়াজ রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্নাসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি