ছাতক-শিবপুর সড়কে আন্ত:জেলা ডাকাতদলের ৩ সদস্য জনতার হাতে আটক

73

Dakat--1(1)ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক-শিবপুর সড়কে ডাকাতি করতে গিয়ে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে জনতা। গত মঙ্গলবার রাত প্রায় ৮টায় সড়কের কান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। আটককৃত ডাকাতরা হল, কোম্পানীগঞ্জের ইছাকলস গ্রামের মৃত শুকুর আলীর পুত্র ফয়ছল(৩৫), একই গ্রামের মৃত আকিল আলীর পুত্র আতাউর রহমান(৪৮) ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের (দালানবাড়ী) শফিক মিয়ার পুত্র নুর মিয়া(২২)। পরে ডাকাতদের স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জের শিবপুর গ্রাম সংলগ্ন বড় ও ছোট বেকি বিলের মাছ গত দু’দিন ধরে আহরণের পর মাছ বিক্রির ৭০হাজার ৫শ’ টাকা সাথে নিয়ে লিজ গ্রহিতা টুকেরগাঁও গ্রামের মৃত খুরশেদ আলীর পুত্র মিরাশ আলী ও শিবপুর গ্রামের মোহন বিশ্বাসের পুত্র স্বপন বিশ্বাস টুকেরগাঁও আসার পথে কান্দি এলাকায় ডাকাতদের হামলার শিকার হন। আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭-৮জনের ডাকাত দল হামলা চালিয়ে তাদের সাথে থাকা ৭০হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশ-পাশের সবজী খেতে পাহারারত কৃষকরা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে রামদা, ডেগার, সুলফিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে জনতা। আটককৃত ডাকাতদের তথ্যমতে তাদের সাথে থাকা সহযোগী ডাকাত ইছাকলস গ্রামের আয়না মিয়ার পুত্র রফিক মিয়া, মৃত আসাদ আলীর পুত্র আব্দুল করিম, কালা মিয়ার পুত্র জয়নাল ও মৃত রইছ উদ্দিনের পুত্র আনোয়ার বাদশা পালিয়ে যায়। স্থানীয় একাধিক লোকজন জানান, এরা প্রত্যেকেই দুর্ধর্ষ ডাকাতি ঘটনার সাথে জড়িত। বর্ষা কালে নৌ-ডাকাতিসহ এরাই পাথর ব্যবসায়ীদের ব্যবসার টাকা একাধিকবার ডাকাতি করে নিয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে বলে স্থানীয়রা জানান।