ড. কামালকে সিইসি ॥ নিজেকে কী মনে করেন

194

কাজিরবাজার ডেস্ক :
নিজেদের প্রার্থী ও নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় বাধা, হামলার বিষয়ে অভিযোগ জানাতে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এক পর্যায়ে বৈঠক থেকে বের হয়ে যান ঐক্যফ্রন্টের নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ড. হোসেনের এক মন্তব্যের জবাবে তাকে উদ্দেশ্য করে সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘আপনি এমন কী হয়েছেন যে, পুলিশকে লাঠিয়াল-জানোয়ার বলছেন? নিজেকে কী মনে করেন?’
বের হওয়ার পর ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা সিইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক ও অশোভন আচরণের অভিযোগ তোলেন। ঘটনার বর্ণনা দিয়ে প্রতিনিধি দলের সদস্য জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ড. কামাল হোসেন তার বক্তব্যে সিইসির উদ্দেশে বলেন, আপনি বর্তমানে প্রধান বিচারপতির চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। আপনি ইচ্ছা করলে জানোয়ার-লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং মিছিল কিছুই করতে দিচ্ছে না। এমনকি বেলা দুইটার পর মাইক ব্যবহারের জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও তার জোটের লোকেরা নিয়ম-কানুন না মেনে পুলিশের সহায়তায় প্রচার চালিয়ে যাচ্ছে। পুলিশ ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের ওপর হামলা করছে। আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে। তাদের তো সেভ করতে হবে।’