শিল্পপতি আতা উল্লাহ সাকেরকে হত্যা ও গুমের হুমকি

43

স্টাফ রিপোর্টার :
নগরীর করিম উল্লাহ মার্কেটর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আতা উল্লাহ সাকেরকে হত্যা ও গুমের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। গতকাল বুধবার এ সাধারণ ডায়েরী (নং ৯৮৭, তারিখ: ১৮.০৩.১৫) করেছেন তার নিযুক্ত আমোক্তার কয়ছর আহমদ। জিডি সূত্রে জানা যায়, শিল্পপতি আতা উল্লাহ সাকের ‘ওসমান গণি প্রাইভেট লি’ এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন ওসমানকে বিবাদী করে পৃথক ৫টি চেক ডিজ-অনার মামলা (নং গুলো হচ্ছে ৮৫৮, ৮৮৫, ৮২৭, ৮৫৪, ৮৮৪/২০১৩ইং ) দায়ের করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে।
উক্ত মামলাগুলো পরিচালনার জন্য সাকের আমমোক্তার নিযুক্ত করেন করিম উল্লাহ মার্কেটের ম্যানেজার কয়ছর আহমদকে। গতকাল বেলা ১টায় আদালতে মামলা সংক্রান্ত কাজে নিযুক্ত এডভোকেটের সাথে দেখা করতে যথারীতি যান কয়ছর আহমদ। এ সময় ইয়াছিন ওসমানের নিযুক্ত এডভোকেটের মোহরী মুক্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ্রাসঙ্গিক কথা শুরু করেন কয়ছর আহমদের সাথে। এক পর্যায়ে তাকে এড়িয়ে যেতে চান কয়ছর আহমদ। তারপরও নানা কথা বার্তা চালিয়ে যেতে থাকে এবং কয়ছরকে বলে তুমি চেক ডিজ-অনার মামলার সংক্রান্ত থেকে সরে যাও। অন্যথায়  ইয়াছিন ওসমান ও মামলার অন্য বিবাদী জুনেদ আহমদ তোমাকে ও তোমার মালিক আতা উল্লাহ সাকেরকে হত্যা ও গুম করবে বলে হুমকি দেয়। বিষয়টি তৎক্ষণাৎ আতা উল্লাহ সাকের ও সংশ্লিষ্ট এডভোকেটকে অবগত করেন কয়ছর আহমদ।