দেশকে এগিয়ে নিতে সকলের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকতে হবে -কেয়া চৌধুরী এমপি

46

SAM_1014সংরক্ষিত আসনের (সিলেট-হবিগঞ্জ) সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গত শনিবার দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতাকালে এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়নমূলক কাজে সবার এগিয়ে আসা ও  সকলের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা থাকা উচিত। তা হলেই আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির  সদস্য সমাজসেবক কামাল উদ্দিন রাসেল এবং আব্দুল আহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মইনুল ইসলাম, যুক্তরাজ্যের সাউথশিল্ডস্ আওয়ামী লীগ সভাপতি জাবিশ আহমদ জিম্মাদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি জামাল আহমদ, সদস্য আব্দুস সালাম মর্তু এবং সীমানা প্রাচীর নির্মাণের অর্থদাতা হাজি হারুনূর রশীদ  হারুন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতিমা জাফরিন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি শেখ আলী আশরাফ সোহেল, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও দক্ষিণ সুরমা ছাত্রলীগ নেতা শাহীন আলী। বিজ্ঞপ্তি