হরতাল-অবরোধের প্রভাব নেই, সবকিছু স্বাভাবিক

32

স্টাফ রিপোর্টার :
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার অবরোধ ও হরতালে সিলেটের জনজীবনে কোনো প্রভাব দেখা যায়নি।
সকাল থেকেই যানবাহন চলাচলে সরব রয়েছে নগরীর সড়ক ও মহাসড়ক। অনেক স্থানে যানবাহনের চাপে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
কর্মদিবস হওয়ায় ব্যাংক, সরকারি, বেসরকারি অফিসগুলোতে মানুষের ভিড় রয়েছে।আদালতপাড়ায়ও দেখা গেছে ভিড়।
বুধবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
নগরী ঘুরে দেখা যায়, রাস্তায় পিকেটিং না থাকায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশাসহ সবধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট, শপিং মল ও বিপণী বিতান।
নগরীর সড়কগুলো ছাড়াও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।আন্তঃজেলা, দূরপাল্লার বাসও সিলেট টার্মিনাল ছেড়ে যাচ্ছে। শিডিউল বিপর্যয়ের মধ্যেও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
এদিকে, নগরীর কোথাও অবরোধ ও হরতাল সমর্থকদের কোনো তৎপরতা দেখা যায়নি। এমনকি কোথাও হরতাল সমর্থকদের মাঠে নামার খবর পাওয়া যায়নি। ফলে অবরোধ-হরতালে পুরোটাই স্বাভাবিক রয়েছে বিভাগীয় এ নগরী।
তবে নগরীতে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এছাড়া নগরজুড়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ টহল দিচ্ছেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
নগরী ছাড়াও জেলার সবকটি উপজেলার কোথাও হরতাল সমর্থকদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের টইল অব্যাহত রয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।