ভোলাগঞ্জে মাটি চাপায় আরো ৩ শ্রমিকের মৃত্যু, লাশ গায়েব

33

স্টাফ রিপোর্টার :
ভোলাগঞ্জে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় আরোও ৩ পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মহিলা সহ অন্তত আরো ২জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারীর কলাবাড়ী রাসেল মিয়ার গর্তে এ হতাহতের ঘটনা ঘটে। আইনী ঝামেলা এড়াতে হতা-হতদেরকে অন্যত্র লুকিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। পুলিশ এখনো মৃতদেহ কিংবা আহতদের কোথায় রাখা হয়েছে তার সন্ধান দিতে পারছে না।
তবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন সংবাদ মাধ্যমে কে জানান “শুনেছি কলাবাড়ীর রাসেলের কোয়ারীর গর্তের পাশ দিয়ে একটি ট্রাক অতিক্রম করার সময় মাটি চাপা পড়ে কয়েকজন শ্রমিক নিখোঁজ হয়। এ ঘটনার পর ৩/৪ জন শ্রমিকের মৃত্যু খবর শুনা গেলেও নিহত কিংবা আহতদের সন্ধান এখনো পাওয়া যায়নি”। কলাবাড়ী এলাকার লোকজন জানান-৪/৫টি মোটরসাইকেলে করে হতা-হতদের উদ্ধার করে নিতে তারা দেখেছেন।
স্থানিয় সূত্র জানায়, পাথর উত্তোলনে আইনী সমস্যায় পড়ার আশঙ্কায় কোয়ারী ইজারাদার, গর্তের মালিক ও শ্রমিকরা এক হয়ে নিহত শ্রমিকদের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করেন। বিনিময়ে নিহতদের পরিবারকে দেয়া হয় এককালিন কয়েক হাজার টাকা।
উল্লেখ্য, গত ২২ ফেব্র“য়ারি রবিবার রাত ৯টার দিকে কাঁঠালবাড়ি গ্রামের হাজী ফিরোজ মিয়ার পাথরের গর্তে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে নিহত হন চার শ্রমিক। ২৪ ফেব্র“য়ারি ঐ কোয়ারীতে মাটি চাপা পড়ে আরো ১ শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে মাটি চাপায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনের।