সেভ দ্যা চিলড্রেন এর কর্মশালায় বক্তারা ॥ মানবিক মূল্যবোধ জাগ্রত হলে শিশু নির্যাতন কমে আসবে

47

শিশু নির্যাতন বন্ধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। শিশুদের কড়া শাসন না করে তাদের আদর-ভালোবাসা দিয়ে সুন্দর জীবনের দিকে এগিয়ে নিতে হবে। মানবিক মূল্যবোধ জাগ্রত হলে শিশু নির্যাতন অনেকাংশে কমে আসবে।
সেভ দ্যা চিলড্রেন এর চেতনা প্রজেক্টের উদ্যোগে শিশুদের উন্নয়ন, অধিকার ও সুরক্ষা বিষয়ক সার্ভিস প্রোভাইডারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে সেভ দ্যা চিলড্রেনের সিলেট অফিসের করফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট শিশু একাডেমীর জেলা সংগঠক সাইদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্যা চিলড্রেন এর চেতনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার এখলাস ফকির।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এনজিওদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সীমান্তিক, মেরিস্টোপ, এফএ বিডি, ভার্ড, সিলেট যুব একাডেমি, সিএসডিআই, এনসিটিএফ। বিজ্ঞপ্তি