আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের হরতাল বিরোধী মানববন্ধনে বক্তারা ॥ হরতাল, অবরোধ আর সহিংসতা করে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে

42

বিএনপি-জামায়াত জোটের অবরোধ আর হরতালের নামে দেশব্যাপী সহিংসতা ও সাধারণ মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে ও সুফিয়ান চৌধুরীর উপস্থাপনায় মানববন্ধনে বক্তারা বলেন, রাজনীতির নামে হরতাল, অবরোধ আর সহিংসতা করে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তা কখনো শিক্ষিত সমাজের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। দেশের ১৫ লাখ শিক্ষার্থী এখন হরতাল অবরোধের বলি। তাদের শিক্ষাজীবন আজ হুমকির মুখে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এম সোহেল আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এ গাফ্ফার রাজু, মমশাদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, মো. মামুন আহমদ, জি এম রনি, মো. লিটন, আজিজুর রহমান লিটন, আমজাদ হোসেন, হাসনাত চৌধুরী শিপলু, শিপন আহমদ, ময়নুল ইসলাম, হাফিজুর রাহমান মুন্না, আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহিন মিয়া, আসিক আহমেদ, মো. শাহিন, মাহফুজুর রহমান সনি, এখলাছ আলী, আব্দুল গফফার, কামরান কামালী, শাহ দুলালুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি