অবশেষে দোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে থানায় হস্তান্তর

47

ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, উপজেলা বিএনপির সদস্য মুর্শেদ আলমকে থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বিজিবি সদস্যরা দোয়ারাবাজার থানায় হ্যান্ডওভার করেছেন বলে থানার অফিসার্স ইনচার্জ সেলিম নেওয়াজ জানিয়েছেন। বুধবার কারা তাকে কোথায় থেকে গ্রেফতার করেছিলে এ বিষয়ে জানতে চাইলে তিনি (ওসি) বলেন, জানা নেই। প্রায় ২৪ ঘন্টা পর স্বেচ্ছাসেবদলের এ নেতাকে থানায় হস্তান্তর করায় তার পরিবার-পরিজনসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানা যায়, বুধবার সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় থেকে যৌথবাহিনী কর্তৃক আটক করা হয় মুর্শেদ আলমকে। তার গ্রেফতারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারসহ নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। তাৎক্ষণিক থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি অস্বীকার করলে অজানা শঙ্কা সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। প্রায় ২৪ঘন্টা পর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী’র মোবাইল ফোনে বিকেলে যোগাযোগ করা হলে তিনি মুর্শেদ আলমের সন্ধান পাওয়া যায়নি বলেন। অবশেষে সন্ধ্যার পর যোগাযোগ করা হলে মিজান চৗধুরীরর ফোনটি বন্ধ পাওয়া যায়। ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন বলেন, মুর্শেদ আলম দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য। তিনি বাংলাবাজার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী।