প্রাকৃতিক দুর্যোগ

8

রুস্তম আলী :

প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বালা
এসবের মূলে জানি ওপরওয়ালা।
আইলা, আম্ফান আর ভূমিকম্পন
আসে যত প্রতিবার বন্যার প্লাবন,
কলেরা, ডায়রিয়া, করোনার মহামারি,
আকাশের শিলাবৃষ্টি বজ্র তারই।
কেন মোদের প্রভু এমন বালা দেন
একমাত্র তিনি তার ভালো জানেন,
তবে সবে মোদের নিতে হবে শিক্ষা
বালাতে হতে পারে ঈমানের পরীক্ষা।
আস্থা হারিয়ে কেউ করবে না ভুল
আল্লাহ্ ছাড়া গতি নেই একচুল।
ইসলামের বাণী তাই জেনে চির সত্য
মেনে চলতে হবে আল্লাহর অনুগত্য।