দেশব্যাপী রাজনীতির নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিবাদ সভা

34

12345(1)বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক বলেছেন- জ্বালাও-পোড়াও রাজনীতি করে খালেদা জিয়াকে আর ক্ষমতায় আনা সম্ভব হবে না। এস.এস.সি পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে নিজের নাতী-নাতনীদের বিদেশে প্রেরণ করে উচ্চ শিক্ষা অর্জনের যে স্বপ্ন খালেদা জিয়া দেখছেন, তা উচিৎ নয়। তিনি গতকাল সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় উপরোক্ত কথা বলেন।
র‌্যালী পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমনের সভাপতিত্বে সিলেট জেলা সন্তান কমিটির সহ-সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক। বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, ছাতক উপজেলা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার দ্বিপংকর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুস শহিদ খান, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, সিরাজ উদ্দিন, আব্দুল মন্নান, সাবেক সদর উপজেলা কমান্ডার ওয়াছির উল্লাহ্, আব্দুল মুছাব্বির, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির। র‌্যালী পরবর্তী সভায় মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি দেওয়ান মুরাদ হাসান, মৃনাল কান্তি পাল শুভ, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদক শাপলা বেগম, মহানগর কমিটির সহ-সভাপতি সহ-সাধারণ সম্পাদক ইমন আহমদ সুমন, ময়না মিয়া, সাইফুল ইসলাম, রুবেল আহমদ, সমবায় সম্পাদক দুলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রম ও জনশক্তি সম্পাদক ফারুক আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ রাজু, নাইম আজাদ টিপু, পাভেল আহমদ, রনি আহমদ মুক্তা, মাসুক হাসান, ইন্দ্রভুষন বিপ্লব, মালেক আহমদ, ফিরোজ আহমদ, সংগ্রাম আহমদ, শিবলু আহমদ, এছাড়াও বক্তব্য রাখেন- ইসলাম উদ্দিন, উত্তম কুমার, দুদু মিয়া, নূরুল ইসলাম, নূরুজ্জামান, কুতুব উদ্দিন, নূর উদ্দিন, আব্দুল আলী, কালা মিয়া, হিসাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি