শাল্লার হাওরে তিনমাসে মোবাইল কোর্টের অভিযানে ৫ লাখ টাকার জাল জব্দ

54

PIC-sunamgonj -02+সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওরাঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শাল¬া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ছায়ার হাওর, বারাম হাওর, দারাইন নদী ও অন্যান্য জলমহালে অবৈধভাবে মৎস্য নিধন বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত নভেম্বর মাস থেকে জানুয়ারী মাস পর্যন্ত ঐ সমস্ত হাওরে শাল্লা মৎস্য বিভাগেরউদ্যোগে ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫ লাখ টাকার কোনা ও কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের (শাল্লা) নেতৃত্বে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাল্ল¬া উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আসিফ বিন ইকরাম। এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ জামান খান, থানার এস আই জিন্নাতুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শাল্ল¬া উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ জামান খান বলেন, হাওর বেষ্টিত শাল্ল¬া উপজেলা মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত। এই জলমহাগুলোতে অবৈধভাবে মৎস্য পোনা নিধন বন্ধ  করার পাশাপাশি জলমহাগুলো যাতে শুকিয়ে মাছ ধরা না হয় এবং জীব বৈচিত্র্য রক্ষণাবেক্ষণের জন্য এ প্রচেষ্টা  অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি সাধারণ মানুষকে আরো বেশী করে সচেতন হওয়ার জন্য গণসচেতনতামূলক সভা করেন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে।