বদরপুরী (রহঃ) এর ৫৬তম ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন

97

কুলাউড়া থেকে সংবাদদাতা :
হযরত ফুলতলী (রহ.) এর পীর ও মুর্শিদ জৈনপরী সিলছিলার প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ ছূফী আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউছুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ) এর ৫৬ তম ইছালে সওয়াব মাহফিল ও আজিমুশ্বান জলসা গত ১ ফেব্র“য়ারী কুলাউড়া আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। আজিমুশ্বান জলছায় সভাপত্বিত করবেন ফুলতলী (রহঃ) এর বড় ছেলে মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব ক্বিবলা ফুলতলী ।
মাহফিলে বক্তাগণ বলেন হযরত বদপুরী (রঃ) সমগ্র উপমহাদেশে  ইসলামের খেদমত করেছেন। হযরত আজিমুশ্বান জলছায় সভাপত্বিত করবেন ফুলতলী (রহঃ) এর বড় ছেলে মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। স্বীয় পীর ও মুর্শিদের নির্দেশে সেই খেদমতকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। ত্বরিকতের বুজুর্গানরে নির্দেশিতপথে ফুলতলি (রহ.) এর  লক্ষ লক্ষ অনুসারি গণ আজ সমগ্র বিশ্ব জুড়ে ইলমে কোরআন, ইলমে  হাদিস ইলমে মাগফেরাতের খেদমত চালিযে যাচ্ছেন। এর হাজার হাজার মুরিদীন মুহিব্বিন দের বাদ মাগরিব ত্বরিক্বতের যিকির করান ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী  ফুলতলি। এছাড়া বয়ান পেশ করেন আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের সভাপতি হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল ক্বাইয়ুম সিদ্দিকি, হযরত মাও. আব্দুল মোনাইম মুনজেল আলী, হযরত মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী, হযরত মাও. ছালিক আহমদ সৎপুরী, মাও. শিহাব উদ্দিন চান্দগ্রাম, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি এড আব্দুর রকিব প্রমুখ। এছাড়া  উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনরে এম পি আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক হযরত ড. আহমদ সাহান চৌধুরী সাহান ফুলতলী, কুলউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম আলহাজ্ব হাফিজ মহসিন খান, লাউড়া উপজেলা পরিষদের ভাইস রেচয়ারম্যান মাওলানা ফজলুল হক খান, মৌলভীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  হাফিজ আলাউর রহমান টিপু, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কাদিপুর ইউপি চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সদর ইউপি চেয়ারম্যন অধ্যাপক মোঃ শাহাজান প্রমুখ। উল্লেখ্য হযরত বদরপুরী (রহ.) এর খলিফা হাফিজ আপ্তাব (রহ.) আজ থেকে ৫৬ বছর পূর্বে তার পীর ও মুর্শিদের ওফাতের পর থেকে নিজ বাড়ীতে এই বরকতময় মাহফিল  শুরু করেন। উক্ত আজিমুশ্বান জলছাকে সুন্দর ভাবে সফল করার জন্য ধন্যবাদ জানান মো. নজমুদ্দীন চৌধুরী (ফুলতলী)।