ভুল চিকিৎসায় রোগীর মৃতুবরণ করায় তদন্তের দাবী

53

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভুল চিকিৎসায় বেতারের সঙ্গীত শিল্পী অঞ্জু রায় মৃত্যুতে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য এডভোকেট আক্তর বক্রস জাহাঙ্গীর, হাজী আব্দুল করিম পান্না, আফসর হোসেন, আশরাফ উদ্দিন, খছরুজ্জামান খছরু, নাজমুল হোসেন রিপন, হুমায়ুন আহমদ, জয়নাল আবেদীন, জসিম উদ্দিন। এক বিবৃতিতে রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক বলেন, চিকিৎসা সেবা হচ্ছে একটি মহৎ পেশা, সেই চিকিৎসকের যদি ভুল চিকিৎসা রোগী মৃতু হয় তা অত্যন্ত দুঃখজনক। সিলেটের সুনামধন্য বেতার শিল্পী অঞ্জু রায় মৃত্যু আমাদের গভীর ভাবে মর্মাহত করেছে।  অবিলম্বে সেই মৃত্যুর পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আর যদি ভবিষতে যদি এ ধরনের দুর্ঘটনা ঘটে তা হলে রোগী স্বার্থ সংরক্ষণ কমিটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য  হবে। বিজ্ঞপ্তি