হবিগঞ্জে ২ জামায়াত নেতা গ্রেফতার বিএনপি’র ৬৯ নেতাকর্মীর জামিন

32

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবলে পুলিশ ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুটান্দর গ্রামের মৃত আবুল বরকতের পুত্র সাবেক বিএনপি নেতা নজরুল ইসলাম শামীম ও হাফিজপুর গ্রামের মৃত মাওলানা ইরফান আলীর পুত্র হাফিজপুর মহিলা দাখিল মাদরাসার অফিস সহকারী আবু বকর সিদ্দিকী। অপরদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপি’র ৬৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি বাহুবলের মিরপুর বাজারে মিছিল করার সময় ২০ দলীয় জোট নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাহুবল মডেল থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। এ মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে জামায়াত নেতা নজরুল ইসলাম শামীম ও আবু বকর সিদ্দিকীকে সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র ৬৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এ জামিন মঞ্জুর করেন। গত ৫ জানুয়ারি নবীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার আদালতে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭১ নেতাকর্মীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। বিচারক নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল আহবায়ক কামরুল ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান ছাড়া বাকি ৬৯ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।