দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

31

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের গোপীকা রঞ্জন দাসের স্ত্রী প্রণতি রানী দাশ (৩০) ও তার ছেলে প্রিয়জিৎ দাস (৬)। প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবারবেলা ২টায় জেলার দিরাই-মদনপুর সড়কের নিকটস্থ নারায়ণপুর এলাকায় মালবাহি ট্রাক ও যাত্রীবাহি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে লেগুনাযাত্রীদের মধ্যে মাপুত্রসহ ২জন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের চন্দন মিয়ার পুত্র মোঃ হোসাইন মিয়া (২২), গনিগঞ্জ গ্রামের আহমেদ মিয়ার পুত্র পাভেল মিয়া (১৭), জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের সিকন্দর আলী (৪৪), সিকন্দর আলীর স্ত্রী তাছলিমা বেগম (৩৪) ও পুত্র সাজু মিয়া (১৮), জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের অবিনাশ বৈদ্যর পুত্র অজিত বৈদ্য (৫০), সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২০) ও কন্যা হাবিবা (২), দিরাই উপজেলার দাউদপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র রুহুল আমিন (৫০) ও রুহুল আমিনের পুত্র বায়েজিদ (৯), তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ব্রজেন্দ্র দাসের পুত্র গোপীকা রঞ্জন দাস (৪৫) প্রমুখ। ঘটনার পর পরই আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে সিলেটস্থ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার সংবাদ শুনে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদ তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।