সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর অবদান অনস্বীকার্য ———— আবুল কালাম

37

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম বলেছেন, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছুদিনের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিয়ে যেতে এ অঞ্চলের এনজিও সংস্থাগুলোকে কাজ করারও আহবান জানান।
তিনি গতকাল ৩ জানুয়ারী শনিবার বিকেলে নগরীর একটি হোটেলে শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখায় রাইজ ফাউন্ডেন সিলেটের নির্বাহী পরিচালক ও এডাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ মাদার তেরেসা এ্যাওয়ার্ড ২০১৪ প্রাপ্তিতে তার সম্মানে এডাব সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এডাব সিলেটের সভাপতি কে.এম.এ.কে আজাদ এর সভাপতিত্বে ও এডাব সিলেটের বিভাগীয় সমন্বয়কারী মোঃ বাবুল আখতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম আযাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক আয়ুব আলী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম আল মামুন মোল্লা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার খালেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কে.এম.এ.কে আজাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ্যাডলোর নির্বাহী পরিচালক মোঃ আবু নাছের। গীতা পাঠ করেন অন্তরা সিং। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুব্রত বৈষ্ণন, বেইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকশানা বেগম, সিলেট উইমেন্স চেম্বার এর সভাপতি মিনারা বেগম, সংবর্ধিত অতিথির পিতা আব্দুর রহমান মাস্টার, হাসাব এর ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি