শাবি’র ঘটনায় আরো এক ছাত্রলীগ কর্মী গ্রেফতার

34

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে এক বহিরাগত ছাত্র নিহত ও ক্যাম্পাসে ভাংচুরের ঘটনায় আরো এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম- রামীম ইবনে  জাহান (২১)। সে কিশোরগঞ্জে কটিয়াদি উপজেলার ধুনকিপাড়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের পুত্র। বর্তমানে সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ প্রথম সেমিস্টারে অধ্যয়ন করছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।
ওসি জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২০ নভেম্বর শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর শাবি ক্যাম্পাসে ছাত্রলীগের বিবদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন দাস (২০) মারা যায়। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় শাবি ক্যাম্পাস। জালালাবাদ পৃথক তিনটি মামলাও দায়ের করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হলো।