জান বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করতে হবে -এড. আবেদ রাজা

54

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথি কারা নির্যাতিত কেন্দ্রীয় নেতা এডভোকেট এএনএম আবেদ রাজা বলেন, প্রাণ বাজি রেখে সকল অন্যায়ের প্রতিবাদ করে গণতান্ত্রিকভাবে সরকারের পতন ঘটাতে হবে। তিনি গয়েশ্বয় চন্দ্র রায়সহ সকল নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তিনি ঢাকার বকশি বাজারের বিশেষ আদালতে দেশনেত্রী খালেদা জিয়ার হাজিরার সময় উপস্থিত হাজার হাজার ছাত্র জনতার উপর আওয়ামী ছাত্রলীগ, পুলিশসহ অস্ত্রধারী ক্যাডার বাহিনী দিয়ে অর্ধশতাধিক ছাত্র জনতাকে মারাত্মকভাবে আহত করা ও ২০ দলীয় জোট নেত্রীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং আগামীকালের ঢাকা গাজীপুরে ২০ দলীয় জোট নেত্রীর সম্ভাব্য স্মরণাতীতকালের বৃহত্তম জনসভায় ১৪৪ ধারা জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশী বাধা দিয়ে জনগণের প্রতিবাদের বাদ ভাঙা জোয়ার সরকার কখনো ঠেকাতে পারবে না।
কুলাউড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে কুলাউড়া চৌমুহনী চত্বরে সমবাবেশে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা আব্দুর রহমান নিয়াজী, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম ্আহবায়ক ফয়জুর রহমান গোলাপ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল বারী সোহেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা কাওসার আমীর বাবুল, উপজেলা সাংস্কৃতিক আন্দোলনের আহবায়ক হোসাইন আহমদ সিপু, ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাইফুর রহমান সাইফুল প্রমুখ। বিজ্ঞপ্তি