দিরাইয়ে পেরুয়ার ১০ হাটি সহ ৬ গ্রাম অবরুদ্ধ ঘোষণা

12

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হওয়ায় ইউনিয়নের ৭-৮ নং ওয়ার্ডের পেরুয়ার ১০ হাটি সহ ৬ গ্রামকে আবরুদ্ধ ঘোষণা করেছে দিরাই উপজেলাক রোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটি। কমিটির সভাপতি ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেরুয়া বাজারহাটি, লামাহাটি, পশ্চিমহাটি, পূর্বহাটি, ইদুলপুর, বাকাহাটি সহ বক্তারপুর, মধুপুর, হাসনাবাদ, নূরপুর, শেরপুর লাল পতাকাদ্বারা চিহ্নত করা হলো। ২৩ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হলো।
উল্লেখিত গ্রামে অন্য এলাকার লোকদের চলাচল সীমিত করা হলো। এই গ্রামের লোকজনদের ঘরে থকার আহ্বান জানানো হয় এবং উল্লেখিত এলাকার জনগণকে স্বেচ্ছায় হোম কোয়ারান্টাইন এ যাওয়ার নির্দেশ প্রদান করা হয়।