ড. দিলীপ চৌধুরী বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের নির্বাচনে সিলেট বিভাগীয় সদস্য নির্বাচিত

99

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে সিলেট বিভাগীয় সদস্য(আয়ুর্বেদিক) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর নির্বাচন কর্মকর্তা ও বোর্ডের রেজিস্ট্রার ঢাকাস্থ বোর্ড অফিসে এই ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য যে, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী শ্রীহট্ট সংস্কৃত কলেজে অবৈতনিক অধ্যক্ষ হিসেবে বিগত ১০(দশ) বছর এবং বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দীর্ঘ দিন যাবৎ, আইনজীবী সমিতির সহ-সভাপতি সহ বিভিন্ন পদে এবং সিলেট সাউথ রোটারী ক্লাবের প্রেসিডেন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- শ্রীহট্ট সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগীয় প্রধান অধ্যাপক অরবিন্দু চক্রবর্ত্তীসহ সকল শিক্ষকবৃন্দ, সিলেট সরকারী তিব্বিয়া কলেজের অধ্যক্ষ ডা: মো: মাসুকুর রহমান, স্বাধীনতা ইউনানী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ মিফতাউল হোসেন সুইট, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আ ন ম রুহুল আনাম চৌধুরী মিণ্টু এডভোকেটও সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ এডভোকেট, সিলেট নুপুর সঙ্গীতালয়ের সম্পাদক কণ্ঠ শিল্পী তুহিন আহমেদ, সিলেট মেট্রোপলিটিন ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট এ,এইচ এম রুহুল হুদা ও উপাধ্যক্ষ ডঃ এম  শহীদুল ইসলাম এডভোকেট, ইন্টার ন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্য দেব স্টাডিজ এর সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নিধির সূত্রধর, সার্ক হোমিও মেডিকেল এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি ডাঃ শৈলেন্দ্র কুমার দাশ ও সাধারণ সম্পাদক ডাঃ আনন্দ  চন্দ্র বাউল, বাংলাদেশ পল¬ী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ আমিনুল হক প্রমুখ, মতীন্দ্র-মিলন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোহিত কান্তি দাশ (মণি)। বিজ্ঞপ্তি