গোমড়া বাবু

52

মাযহারুল ইসলাম অনিক

গোমড়া বাবু চুপটি করে ফেলছো কেন জল?
দুঃখ সাথে খেলতে গেলে হারায় বাহুর বল।

রাগের তোড়ে জিনিস ছুঁড়ে বলছো কেন কথা?
দানাপানি না ছুঁয়ে আজ পাচ্ছো অনেক ব্যথা।

তাইতো আমি বলছি তোমায় কি হয়েছে বলো?
দুঃখ ব্যথা ছাড়ান দিয়ে আমার সাথে চলো।

ক’দিন ধরে বলছে বাবা আনবে নাকি টিয়ে,
মিষ্টি মধুর কথা বলে নানান বাঁশি দিয়ে।

খাঁচাখানা নতুন সাজে রাখছি দেখো ওই,
টিয়ার আশে একা একা ভাজছি মুড়ি খই।

বাবা আমার গেলো কবে আসছে না তো আর,
পথের ধারে চেয়ে চেয়ে দেখছি যে বারবার।

মায়ের কাছে দৌড়ে গেলে বলে না তো কিছু,
তাইতো আমি দুঃখ সাথে নিচ্ছি জলের পিছু।

খাঁচাখানা বাহির করো ধরবো আজই টিয়ে
ছোলা ছাতু যা আছে ভাই সব কিছু দিয়ে।

ঘাম ঝরিয়ে দিন কাটিয়ে বসে আছি একা,
ছোলা ছাতু সব দিয়েও পাইনা টিয়ের দেখা।

এইভাবে যে সকাল ছেড়ে নামলো কালো রাত,
টিয়ের আশে একা একা রাখছি মাথায় হাত।

গোমড়া মুখো ছোট্ট বাবু ফেলছে আবার জল,
জিনিস পাতি ছুঁড়ে ছুঁড়ে হারায় বাহুর বল।