জকিগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আটক ৫

73

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের আমলশীদ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশী যুবককে গত রবিবার ভোরে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির আমলশীদ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ওমর ফারুক জানান, রবিবার ভোর পৌনে ছয়টার সময় সুরমা নদী সাঁতরিয়ে আমলশীদ এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে পাঁচ বাংলাদেশী যুবককে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তাদের কাছে দুই হাজার পাঁচশ আশি ভারতীয় রুপী পাওয়া গেছে। আটককৃতরা হলো সিলেটের কানাইঘাট উপজেলার চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামের মুজম্মিল আলীর পুত্র এয়াহিয়া আহমদ (২৩), সাহাব উদ্দিনের পুত্র মিজানুর রহমান (২০), একই ইউনিয়নের লোহার গ্রামের নিমার আলীর পুত্র জহির উদ্দিন (২৫), নাকাইর গ্রামের মোবারক আলীর পুত্র কামাল আহমদ (২২) এবং সিলেটের খাদিমপাড়া বালুটিকরের নূর মিয়ার পুত্র আব্দুর রউফ (২৬)। আটককৃতরা জানায় তারা শ্রমিক। প্রায় দুই মাস আগে বিনা পাসপোর্টে তারা কানাইঘাটের নালাখলা চতুল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল কাজের সন্ধানে। কাজ করার সময় আটক এয়াহিয়া আহমদের হাত ভেঙ্গে যাওয়ায় তাদেরকে ভারতে নিয়ে যাওয়া দালাল একমাসের বেতন দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।