কানাইঘাটে অশ্লীল যাত্রা গানের আসর পন্ড করে দিয়েছে থানা পুলিশ

100

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সদর ইউপির বীরদল (কচুপাড়া) হাওর এলাকায় অশ্লীল যাত্রা গানের আসর পন্ড করে দিয়েছে কানাইঘাট থানা পুলিশ। গত শনিবার রাতে এলাকার ধর্মপ্রাণ মানুষের বাধা উপেক্ষা করে বীরদল ও কচুপাড়া গ্রামের অসামাজিক কার্যকলাপের হুতা জয়নাল আহমদ, হেলাল আহমদ, মাহবুব, আনোয়ার, সেবুল, শরিফ উদ্দিন সহ কয়েকজন মিলে বীরদল হাওরে যাত্রা গানের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন ও মদ-গাঁজার আসর বসানোর আয়োজন করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কানাইঘাট থানা পুলিশ সক্রীয় হয়ে উঠে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ রাত ১০টার দিকে বীরদল কচুপাড়া এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ যাত্রা গানের আসরস্থলে অভিযান চালালে গানের আয়োজনকারীরা দিকবিদিক পালিয়ে যায়। এতে পন্ড হয়ে যায় যাত্রা গানের আসর। স্থানীয় লোকজন জানিয়েছেন বাউল গানের নামে এলাকার অসামাজিক কার্যকলাপের হুতারা নর্তকী এনে অশ্লীল নৃত্য প্রদর্শন ছাড়াও মদ, গাঁজা সেবনের মত অসামাজিক কার্যকলাপ সংগঠিত করার জন্য চেষ্টা করলে এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে বাধা প্রদান করেন। আয়োজনকারীরা গানের আসর বসাবে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় অপরাধীরা অসামাজিক কার্যকলাপ সংগঠিত করতে পারেনি। এজন্য এলাকার সর্বস্তরের জনসাধারণ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এব্যাপারে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কতিপয় লোকজন বীরদল হাওরে গভীর রাতে প্রশাসনের অনুমতি না নিয়ে গানের আয়োজনের প্রস্তুতি নিলে খবর পেয়ে আমি নিজে ঐ এালাকায় রাতভর দায়িত্ব পালন করায় গানের আসর পন্ড হয়ে যায়। এ ধরনের কার্যকলাপ যাতে কেউ ভবিষ্যতে কোন এলাকায় সংগঠিত করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনপ্রতিনিধি ও মুরব্বিয়ানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উল্লেখ্য যে, প্রতি শীত মৌসুমে ধান কাটার পর বিশেষ করে কানাইঘাটের দক্ষিণ অঞ্চলের হাওর এলকায় চিহ্নিত অসামাজিক কার্যকলাপের হুতারা এ ধরনের যাত্রা গানের আয়োজন করে থাকে। এতে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি সহ গানের আয়োজন নিয়ে খুন-খারাবির মতো ঘটনা অতীতে বেশ কয়েকবার ঘটেছে। বিজ্ঞপ্তি