স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায় ——- বদর উদ্দিন কামরান

62

18 no Word Chattrolige Pic-1সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। তারা দেশ স্বাধীনের পর থেকে একের পর এক ঘৃন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও সাফল্যকে ম্লান করা যাবে না। জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যাবেন। ছাত্রলীগ দেশের সব সোনালী অর্জনের গর্বিত অংশীদার। ছাত্রলীগের নেতৃত্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি চর্চা হচ্ছে। প্রকৃত ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্বে আসবে। ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার রাতে নগরীর একটি সেন্টারে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পদাক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সদস্য ও কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিত চৌধুরী, ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনজুর হোসেইন, সহ সভাপতি সাজয়ান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হাসান।
সভা পরিচালনা করেন ও ১৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুুল্লাহ আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম টিপু, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মঈনুল ইসলাম, শেখ আলী আশরাফ সুহেল, সুজেল আহমদ তালুকদার, একরামুল হাসান শিরু, আব্দুল হাই আল হাদী, জিয়া উল হক জিয়া, আজিজুর রহমান সুমন, জাহিরুল ইসলাম রিপন, শাহ আলম, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, মঈনুল হক ইলিয়াছ দিনার, খন্দকার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মিছবা আজাদ, কামরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন, মানব উন্নয়ন সম্পাদক সামন্ত ধর, উপ সম্পাদক ইব্রাহিম আহমদ জেসি, আব্দুল বাছিত রোম্মান, মুমিনুজ্জামান মুবিন, সদস্য কিশওয়ার জাহান সৌরভ, নিলয়কিশোর ধর জয়, সহিদুল হক রাসেল, আলী হোসেন, আবুল হোসেন, আফছর রহিম, শাহীন মিয়া, এমাদুর রহমান, ওমাদুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে, মনজুর মোর্শেদ আসীম, ওয়ার্ড সভাপতি সম্পাদকদের মাধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমদ, ফারহান হোসেন, বিজন দাস, রকি দেব, সোয়েব আহমদ সানু প্রমুখ। বিজ্ঞপ্তি