ছাত্রশিবির সিলেট অঞ্চলের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা বৈঠক ॥ যুবকদের দাওয়াতী কাজে আরো কৌশলী ভূমিকা পালন করতে হবে

62

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগরী আমীর এড. এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে জনে জনে দাওয়াতের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে ছাত্র থেকে শুরু করে সকল পেশা এবং পর্যায়ের মানুষকে দাওয়াতী কার্যক্রমের আওয়াতায় নিয়ে আসতে হবে। এজন্য ছাত্রশিবিরের দায়িত্বশীলদের আরো চিন্তাশীল ভূমিকা পালন করতে হবে। কৌশলী দাওয়াতী কাজের মধ্য দিয়েই ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে হবে।
তিনি গতকাল ছাত্রশিবির সিলেট অঞ্চলের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক আ.ম.ম মসরুর হোসাইনের উপস্থিতিতে এবং সিলেট মহানগর সভাপতি মু.আব্দুর রাজ্জাকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারী মাশুক আহমদ, শাবিপ্রবি সভাপতি সাইফুল ইসলাম সুজন, সিলেট মহানগর তথ্য ও সমাজসেবা সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক সুহেল আহমদ। এছাড়া হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার শিবির দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি