অবিলম্বে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে হবে – সম্মিলিত সাংস্কৃতিক জোট

143

অবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে হবে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সকল অপসংস্কৃতি রোধ করতে হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের এক জরুরী সভায় বক্তরা এসব কথা বলেন। জোটের সভাপতির জিন্দাবাজারস্থ বাসভবনে গত বৃহস্পতিবার রাতে, জোটের সভাপতি নাজনীন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আল আজাদ, প্রিন্স সদরুজ্জামান, মোকাদ্দস বাবুল, আফজাল হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, অনুপ কুমার দেব, বিভাস শ্যাম যাদন, গৌতম চক্রবর্তী, বিপ্রদাশ ভট্টাচার্য্য বাপ্পু, জামাল আহমদ, রজত কান্তি গুপ্ত, মোহাম্মদ বাদশা গাজী, সিরাজ উদ্দিন শিরুল, বশির আহমদ জুয়েল, কাকলি দও মুন্নি প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গ্রহণ হয়, যেহেতু বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০১৪ইং পর্যন্ত, সেহেতু বর্তমান সভাপতি নাজনীন হোসেন ও সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিমকে আগামী ২০১৫-২০১৬ইং বর্ষের জন্য যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ জানুয়ারী ২০১৫ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। বিজ্ঞপ্তি