ইমরান আহমেদ এম পি ॥ পর্যায়ক্রমে সকল গ্রামে বিদ্যুতায়ন করা হবে

228

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট ৪-আসনের একাধিকবারের সংসদ সদস্য ইমারান আহমদ বলেছেন পর্যায়ক্রমে সকল গ্রাম বিদ্যুতায়নের আওতায় আনা হবে। আরও বলেন দেশের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারা বাহিকতায় অত্রাঞ্চলে উন্নয়ন কাজ চলছে। সকলের সহযোগিতা থাকলে দেশকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি গত রবিবার উপজেলার পুর্নানগর গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি‘র বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল‘র সভপতিত্বে ও মাহফুজুল কিবরিয়া‘র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি মোঃ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগ‘র যুগ্ম-সম্পাদক ইসমাইল আলী, সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট কলেজ বিশ্ব-বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সাবেক ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন, আলীরগাও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পল্লী বিদ্যুতের সহকারী ব্যবস্থাপক মাহমুদুর রহমান, আওয়ামীলীগ নেতা শামছুল আলম, ফরিদ আহমদ শামীম, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন প্রমুখ।