ছাতকে পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনায় দু’পক্ষে উত্তেজনা, যে কোন মুহূর্তে সংঘর্ষের আশংকা

40

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনায় দু’গ্র“পের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে। প্রস্তুতি নিচ্ছে মামলা দায়েরের। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা ট্রাক-লরি, কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২৭২২)’র প্রধান কার্যালয় ছাতকস্থ কোর্ট পয়েন্ট এলাকায় হামলা চালায় প্রতিপক্ষরা। কার্যালয়ে হামলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আহত হয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ প্রায় ৫জন সদস্য। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফরিদ আহমদ (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসপাতালে আহত ফরিদ আহমদ জানান, পূর্ব শত্র“তার জের ধরে বহিরাগতদের নিয়ে মুকুল, বাদল, মনজু, মিনহাজ, অভিরা তার কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তিনি বলেন, প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাবে এ আশঙ্কায় থানায় পৃথক দুটি জিডি এন্টি করা হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে (রেজি নং-চট্ট-২৭২২)’র সাথে অপর (রেজি নং চট্ট-২৬২২) শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। এদিকে শুক্রবার হামলার ঘটনার পর দু’শ্রমিক সংগঠনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফলে যে কোন মুহূর্তে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।