বেতেরবাজার থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ী আটক

7

স্টাফ রিপোর্টার :
নগরীর বেতেরবাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩ জুয়াড়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে কোতোয়ালী মডেল থানার বেতেরবাজারস্থ তায়েফের কলোনির দক্ষিণ পাশে খোলা জায়গায় কতিপয় ব্যক্তি জুয়ার আসর বসিয়ে মর্মে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে, জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো: আনোয়ার (৩৯), দক্ষিণ সুরমা থানার ভার্থখলা গ্রামের মৃত ছদ্দর আরীর পুত্র ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার শ্রীপুর গ্রামের জামালের পুত্র বর্তমানে নগরীর কলাপাড়া ঢেগের কলোলনীর বাসিন্দা তোফায়েল (২০), মো: খায়রুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ এর দিকনির্দেশনায় এসআই এএইচএম রাশেদ ফজল সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ তায়েফের কলোনির দক্ষিণ পাশে খোলা জায়গায় অভিযান পরিচালনা করে ৩ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল বাদী হয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪২, তারিখ-২৬/০৭/২০২১খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের এর সত্যতা নিশ্চিত করেছেন।