জগন্নাথপুরে অপহরণের ৩ দিন পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ২

34

মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর থেকে এক স্কুল ছাত্রকে অপহরণের ৩ দিন পর ছাতক থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা আফিজ উদ্দিনের ছেলে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র মারজান আহমদ মাহি (৮) গত ৩০ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে অপহরণ হয়। একটি অপহরণকারী চক্র তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ওই দিন জগন্নাথপুর থানায় জিডি করা হয়। জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় বাউরকাপন গ্রামের মৃত হাছন আলীর ছেলে রিক্সাচালক লিলু মিয়াকে (২০) আটক করে থানা পুলিশ। থানায় আটক লিলুর দেয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে জগন্নাথপুর, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার থানা এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। অবশেষে গতকাল মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলার শ্রীগার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র মারজান আহমদ মাহিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের প্রধান আবিদ উল্লা বাবুর্চিকে (২৬) গ্রেফতার করে পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুর আলী খানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই অনির্বাণ বিশ্বাস জানান, অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।