দাউদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন বীর মুক্তিযোদ্ধারা

5

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দাউদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহিমুল ইসলাম লিহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আখদ্দছ আলী। বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত সুধী জনের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সংগঠক আব্দুল মুকিত, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক বদরুজ্জামান (কাবুল), রাখালগঞ্জ কে.কি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিংকু রঞ্জন চৌধুরী, দিশারী কিন্ডারগার্টেন এর শিক্ষিকা তাহমিনা আক্তার, সাংস্কৃতিক সংগঠক হিরন মিয়া, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সুচরিতা জন্নাত আবিদা।
ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল মতিন, আশিকুর রহমান টিপু, মোঃ হীরা মিয়া, মোছাঃ সোনারা বেগম, মোছাঃ মনোয়ারা বেগম, মোছাঃ সাহিদা বেগম।
সভায় দাউদপুর ইউনিয়নের বিশিষ্টজনেরা, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি