কুলাউড়ায় ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদন্ড প্রদান

20

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকাল আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত পরিচালনা করে এ আদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও নাজমুল হাসান।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা গ্রামের বাদশাগঞ্জ বাজারের লাল মিয়ার পুত্র মো: দেলোয়ার হোসেন (৩২) দীর্ঘদিন থেকে কুলাউড়া শহরের মনসুর রোডে মা ফার্মেসীতে চেম্বার খুলে অবৈধভাবে রোগী দেখে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউএনও নাজমুল হাসান বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস ও ডেন্টাল আইন লংঘন করার অপরাধে দেলোয়ার হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে ভুয়া ডাক্তার দেলোয়ারকে পুলিশে সোপর্দ করা হয়।