জামেয়া মাদানীয়া বিশ^নাথে মুফতি ওয়াক্কাস ॥ বিশ^নাথকে জমিয়তের ঘাঁটিতে পরিণত করতে হবে

36

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস বলেছেন, বিশ^নাথ উপজেলা হলো একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানে সদরে জমিয়ত শায়খুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া ও আমাদের নেতা হযরত মাওলানা আশরাফ আলী শায়খে বিশ^নাথী (র) এর জন্মস্থান। এই মাটিতেই শুয়ে আছেন তারা। ইসলাম প্রচারে বিশ^নাথে জন্মগ্রহণ কারী এই দুই কৃতিপুরুষের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাই এই জনপদকে জমিয়তে উলামায়ে ইসলামের শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে। তিনি গতকাল সোমবার জামেয়া মাদানীয়া বিশ^নাথ মাদ্রাসা দফতে ও জামে মসজিদে ছাত্র-ও শিক্ষকদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন।  জামেয়ার মুহতামিম জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে ও মুফতি খন্দকার হারুনুর রশীদের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, জামেয়ার শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান, মাওলানা কামরুল ইসলাম ছমির, মাওলানা  রশীদ আহমদ বিশ^নাথী, মাওলানা রেজাউল করিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, মাওলানা হাবীবুর রহমান ফারুক, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মুফতি সালিম আহমদ, মাওলানা সালেহ আহমদ রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি