দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে ———- জেলা প্রশাসক

49

Pustiপুষ্টি ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক হাম্মাদ রব চৌধুরী গং কর্তৃক গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৫৭ এর  নামে স্কুল কর্তৃপক্ষের কাছে ৩ শতক জমির দলিল হস্তান্তর করেন। জেলা প্রশাসনের আয়োজনে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরাকারের উপপরিচালক ডঃ সুভাষ চন্দ্র বিশ্বসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর আলম সিদ্ধিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলার প্রাথমিক শিক্ষা অফিসার হযরত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুষ্টি ফুড প্রোডাক্টস এর পরিচালক সোহাদ রব চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রোজাউল হাসান লোদী কয়েস লোদী, ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েসনের সভাপতি মাহিউদ্দিন সেলিম, আবু বকর মার্চেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতাউল করিম সেলিম, শাহীন আহমদ, মো: আলাউদ্দিন, মো: নিজাম, মো: হেলাল, বিলাল আহমদ, পুষ্টি ফুড প্রোডাক্টের ম্যানেজার জেবুল করিম চৌ: ও বিভাগীয় মার্কেটিং মোতালেব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি