দক্ষ জনশক্তি গঠনে যুগোপযোগী শিক্ষা প্রদান করতে হবে -এডিশনাল ডিআইজি

46

সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন বলেছেন, দক্ষ জনশক্তি গঠনে গতানুগতিক শিক্ষা নয় যুগোপযোগী শিক্ষা প্রদান করতে হবে। বর্তমান প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক হিসেবে গড়ে তুলতে ইউরোপ আমেরিকার শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের পাঠ্য অনুশীলন করতে হবে। এতে শুধু শিক্ষার্থীরা নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করে তুলতে পারবে। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে বর্তমান প্রজন্মকে ঠিকে থাকতে মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানে ক্যাপ্টেন একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ প্রতিষ্ঠান স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে এ অঞ্চলের শিক্ষা প্রসারে আরেক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গত শুক্রবার বিকেলে নগরীর উপশহরে ক্যাপ্টেন একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোছাঃ বদরুন্নেছার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস। রুমেনা আফরোজ রতœা ও জান্নাত নাজ চৌধুরী এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, এম.সি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মোঃ আব্দুল আহাদ, রোটারিয়ান মঈন উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শাহ আবরু মিয়া, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন, ক্যাপ্টেন ইব্রাহিম মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কাজী ওয়ালি উদ্দিন, বক্তব্য রাখেন দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস.এ শফি, নর্থইষ্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রভাষক নোমান আহমদ, সংবর্ধিত মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষিকা কেতী গ্রীণ, রায়ান হেগারতী প্রমুখ। বিজ্ঞপ্তি