শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় রাউন্ডে জুভেন্টাস

9

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে প্রথমে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। হারতে বসা জুভেন্টাস শিবিরে স্বস্তি ফিরিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা। ফেরেন্সভারোসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে তুরিনের বুড়িরা।
মঙ্গলবার আলিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচের স্কোর দেখে অনেকের মনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আসলে পুরো ম্যাচেই দাপট ছিল রোনালদো, দিবালাদের। কিন্তু গোলের সুযোগ নষ্ট করা ছাড়াও দুর্ভাগ্যের কারণে তারা আরও গোলের দেখা পায়নি। বেশ কয়েকটি বল সাইড পোস্টে লেগে ফিরে না এলে জুভেন্টাসের জয়টা আরও বড় ব্যবধানে হতে পারতো।
১৪ মিনিটের মাথায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রোনালদোর নেয়া ক্রসে পাওলো দিবালার ভলি পা দিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। খেলার ধারার বিপরীতে ১৯ মিনিটের সময় ডান দিক আসা বলে ভলির মাধ্যমে রিয়াল গোলরক্ষককে পরাস্ত করে আলবেনিয়ার ফুটবলার মিরতো উজুনি ফেরেন্সভারোসকে লিড এনে দেন।
ম্যাচের ৩৫ মিনিটে ডান দিকে হুয়ান কুয়াদ্রাদোর পাস ধরে বাঁ-পায়ের দারুণ শটে জালের দেখা পেয়ে দলকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা রোনালদো। ৩৫ বছর বয়সী ফুটবলার এই নিয়ে ২০২০ সালে ৩৬তম ম্যাচে পেলেন ৩৭ তম গোল। আর চ্যাম্পিয়নস লীগে ১৭২তম ম্যাচে ১৩১তম গোল করে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডটা আরও বাড়িয়ে নিয়েছেন সিআর সেভেন।
বিরতির পর ৬০ মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। তবে ফেদেরিকো বের্নারদেস্কির বুলেট গতির শট গোলরক্ষকের আঙুল ছুঁয়ে পোস্টে লেগে ফেরে। আট মিনিট পর মোরাতার দারুণ পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিতে গিয়ে বল হারিয়ে হতাশায় মুখ ঢাকেন রোনালদো।
ম্যাচ যখন ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পথে, তখনই দলকে উদ্ধার করেন জুভেন্টাসের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। অনেক সুযোগ নষ্টের ভিড়ে হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে হেডের মাধ্যমে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন মোরাতা, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়ে বার্সেলোনার পেছনে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো জুভেন্টাস। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯।