নগরীর বড়বাজারে ॥ ইতিহাস-ঐতিহ্য খচিত ম্যুরালের উদ্বোধন

58

Borobazar Picনগরীর বড়বাজারে স্থাপত্যে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য। আম্বরখানা বড়বাজার রাস্তার প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে এই ম্যুরাল। বড়বাজার সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নির্মিত এই ম্যুরালটি গতকাল শনিবার উদ্বোধন করেন সাবেক গণপরিষদ সদস্য ও বড়বাজার সমাজকল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। ম্যুরাল ও সৌন্দয্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, পরিষদের সহ সভাপতি সুলেমান আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, ফয়জুল্লাহ ফারুকী আদনান, আব্দুল মান্নান পুতুল, সালেহ আহমদ চৌধুরী, আব্দুর রহমান, চৌধুরী খোকন, মোসাদ্দেক রহমান বাচ্চু, আব্দুস সালাম, আনোয়ার হোসেন চৌধুরী, সাব্বির চৌধুরী, মাসুম আহমদ, আখতার আহমদ ও জাবেদ খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ ফয়েজ আহমদ। উল্লেখ্য, ম্যুরালটিতে ফুটিয়ে তোলা হয়েছে ওলিকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর তলোয়ার, জালালী কবুতর, ঐতিহ্যবাহী কীনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও চা বাগান। এছাড়া ম্যুরালটির সামনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বাগান। পাশে বসানো হয়েছে বড় বাজার আবাসিক এলাকার বাসার নাম্বার সম্বলিত রাস্তার দিকনির্দেশনা। রাতে পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্য লাইটিংয়েরও ব্যবস্থা রাখা হয়েছে ম্যুরালটিতে। উদ্বোধনী অনুষ্ঠানে বড়বাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান বলেন, সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের বড়বাজার আবাসিক এলাকাকে একটি মডেল পাড়ায় পরিণত করতে এলাকাবাসী কাজ করে যাচ্ছেন। এলাকার প্রবীণ ও তরুণরা মিলে এই সৌন্দর্য্যবর্ধনের কাজটি করেছেন। এর আগে পাড়ার প্রতিটি বাসায় নাম্বার প্লেট বসানো হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিতেও উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে বড়বাজারের প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি