যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে – জেলা প্রশাসক

43

DSC_0054 copyসিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন আমাদের যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে হলে প্রতিটি সামাজিক ও ব্যক্তি পর্যায়ে মাদকের কুফল সম্পর্কে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মেট্রোপলিটন থানা শাখার উদ্যোগে নগরীর একটি হোটেলে এক মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, মাদক মানুষের জীবন নষ্ট করে দেয়। পরিবারে অশান্তি সৃষ্টি সহ নানা বেআইনি কাজে মানুষকে উৎসাহিত করে। এথেকে আমাদেরকে বাঁচতে হলে এবং আমাদের এ প্রজন্মকে রক্ষা করতে হলে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মেট্রোপলিটন শাখার মত সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই সেমিনার একটি মহৎ উদ্যোগ এজন্য আমি এ সংগঠনের সংশ্লিষ্টদের সবাই সাধুবাদ জানাই। সংগঠনের সভাপতি ফাইয়াজ হোসেন ফরহাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল খালিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ড. আর কে ধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্ট’র এডিশনাল পিপি এড. শামসুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাদু শিল্পী বেলাল আহমদ বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক লিলু, জুমেল আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর থানার কোষাধ্যক্ষ শামসুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মেট্রোপলিটন থানা শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিন সরকার, সহ-সভাপতি শাহীন মাহবুব, সাধারণ সম্পাদক ফারুক আহমদ শিমুল, কবি সৈয়দ মুক্তাদা হামিদ, সিলেট নিউজ ওয়ার্ল্ডের সম্পাদক আফরুজ খান, আজিজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি