প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেশী বেশী বৃক্ষ রোপণ করা – হাজী আবুল কালাম

44

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইয়ূথ লিডার মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে ও আশার আলো সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম বলেন, জলবায়ূর পরিবর্তনের ফলে পরিবেশ আমাদের সাথে বৈরী আচরণ করছে। যখন তখন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে আমাদের উপর। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেশী বেশী বৃক্ষ রোপণ করা। আজকে যুবসমাজ নিজ উদ্যোগে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যে কার্যক্রম শুরু করেছে আমি তাদের সে উদ্যোগেকে স্বাগত জানাই। গতকাল আশার আলো সমাজ কল্যাণ সংঘের সভাপতি জামাল আবু নাসের এর সভাপতিত্বে ইয়ূথ লিডার্স মোঃ হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্টের পাথারিয়া ইউনিয়ন সমন্বয়কারী মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য আক্কাছ মিয়া, আজমল হোসেন, হাওয়ারুননেছা, আবুল ফয়েজ প্রমুখ। বিজ্ঞপ্তি