অতিরিক্ত মালামাল নিয়ে ট্রাক যাতায়াত করার ফলে রাস্তাঘাটের অবস্থা নাজুক -পুলিশ সুপার

60

Photo- 20-11-14 (trak malik)সিলেটে পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম বলেছেন সিলেটের বিভিন্ন রোড দিয়ে অতিরিক্ত মালামাল নিয়ে ট্রাক যাতায়াত করছে। সড়ক ও জনপথের নির্দেশ অমান্য করে ১০ চাকার ট্রাকগুলো অবাধে চলছে। যার ফলে রাস্তাঘাট অল্প দিনেই ভেঙ্গে গিয়ে সাধারণ মানুষের যাতায়াতের অনুপযোগী হয়ে উঠে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সিলেট রেঞ্জের পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময়কালে জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ফেনু সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিচিতিমূলক বক্তব্য পুলিশ সুপারের কাছে তোলে ধরেন। এ সময় তিনি অতিরিক্ত মালামাল বহনকারী গাড়ি ও চালকদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির উপদেষ্টা ফজলুর রহমান, সংগঠনের কার্যকরী সভাপতি শাহনুরুর রহমান, সহ সভাপতি সৈয়দ মকসুদ আহম্মেদ, হাজী আব্দুল মছব্বির, নারায়ণ পুরকায়স্থ ফনি, ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শাহেল, সহ সাধারণ সম্পাদক আবুল কাসেম, নাজির আহমদ স্বপন, আরিফ ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহিদুল হক, শমসের মর্ত্তুজা চৌধুরী, কোষাধ্যক্ষ কয়ছর আলী জালালী, সাংগঠনিক সম্পাদক মোঃ ময়নুল হক, সহ সাংগঠনিক সম্পাদক দিপেশ দাস, প্রচার সম্পাদক ফখর উদ্দিন, সহ প্রচার সম্পাদক সালেক আহমদ, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল সালিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহজাহান, ক্রীড়া সম্পাদক পবিত্র রঞ্জন দাস, নির্বাহী সদস্য জিতু মিয়া, জাহাঙ্গির কবির রুবেল, আবুল কালাম, মুহিত মিয়া, ফয়জুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি