ছাতকে বখাটেদের হামলায় স্কুল ছাত্রসহ আহত ৫, শ্রমিকদের সড়ক অবরোধ

19

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বখাটেদের হামলায় স্কুল ছাত্রসহ ৫জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীরা গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গোবিন্দগঞ্জ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র তকিপুর গ্রামের সায়মনের নেতৃত্ব একদল বখাটে তাদের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় স্থানীয় অটোটেম্পু ষ্ট্যান্ডের ম্যানেজারসহ শ্রমিকরা এগিয়ে এসে বখাটেদের হাত থেকে তাদের উদ্ধার করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ষ্ট্যান্ডের শ্রমিকদের উপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা এক ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি, আ’লীগ নেতা লুৎফুর রহমান সরকুম ও গোবিনদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদেরকে সুষ্ঠু নিষ্পত্তির আশ্বাস প্রদান করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। হামলায় আহত মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শহিদুল ইসলাম (১৪), অটোটেম্পু শ্রমিক ফরিদ (৪০), সাজু (৩৩), জাহেদ (৩২), আশিক (৩০)কে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।