মানবতার কল্যাণের মাধ্যমে পরিপূর্ণ আত্মতৃপ্তি পাওয়া যায় – ডিষ্ট্রিক্ট গভর্ণর এম এ লতিফ

44

রোটারী ডিষ্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম,এ লতিফ এমপিএইচএফ এমডি গত ১৭ নভেম্বর সন্ধ্যা- ৭টায় নগরীর একটি রেষ্টুরেন্টে রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর গভর্ণর ভিজিটে অংশ্রগহণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন প্রচুর ও অতিরিক্ত ধন-সম্পদ কোন দিনই কল্যাণ বয়ে আনে না যদি না আপনি সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। তিনি রোটারিয়ানদের প্রতি আহবান জানান সবাই যেন নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের কে রোটারী তে নিয়ে আসেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস মিলে সমাজের বৃহৎ কল্যাণ সাধন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এ দায়িত্ব কোনভাবে অবহেলা করা যাবে না। ক্লাব সভাপতি রোটাঃ ফয়ছল করীম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রোটাঃ সাদ উদ্দিন। এরপর সবাই দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। রোটারী প্রত্যয় পাঠ করেন রোটা: আই পিপি রাজিব দাস রূপম। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটা: শাকিল আহমদ খান, রোটা: ইঞ্জিনিয়ার লিপু সিনহা, রোটা: সাদ উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা: মো: শাহজাহান, রোটা: মো: মারুফ আহমেদ, রোটা: অঞ্জন ভৌমিক, রোটা: রাজ কুমার দাস, রোটা: ইঞ্জিনিয়ার আংশুমান ভট্টাচার্য রাখু, রোটা: আইপিপি রাজিব দাস রূপম। রোটা: পিপি খয়রুল জাফর এডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর, রোটা: একেএম শামসুল হক দীপু এসিষ্ট্যান্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর। বিজ্ঞপ্তি